দেশের প্রতিটি প্রতিষ্ঠানই শুধু নয়, পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল আওয়ামী লীগ। এই ধ্বংস থেকে দেশকে মেরামত না করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ মার্চ) ভার্চ্যুয়ালি জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে অনেকেই সংস্কারের কথা বলছে, কিন্তু সবার আগে সংস্কারের কথা বলেছে বিএনপি। রাজনীতির পট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে। সংস্কারসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি জনগণের সব ইস্যুতে কথা বলা উচিত।
এ সময় জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে, সে বিষয়ে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
খুলনা গেজেট/এএজে