সাতক্ষীরায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সময়সীমার আগে অপরিপক্ষ হিমসাগর আম পেড়ে বাজারজাত করার চেষ্টাকালে ৫০ ক্যারেট আম জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার(১০ মে) বিকালে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব আম জব্দ করা হয়।
পরে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জনসম্মুখে এসব অপরিপক্ক হিমসাগর আম বিনষ্ট করেন।
জানা যায়, জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সাতক্ষীরা জেলার আম পাড়ার নতুন ক্যালেন্ডার অনুযায়ী ২০ মে থেকে হিমসাগর আম বাজারজাত করার কথা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অধিক লাভের আশায় নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক হিমসাগর আম বাজারজাত শুরু করেছে।
অভিযোগ, এসব অপরিপক্ক আমে রাইসিং জাতীয় হরমোন মিশ্রিত করে পাঁকিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। অতিরিক্ত মুনাফা লাভের আশায় কিছু অসাধু এসব অপরিপক্ষ আম কেমিক্যাল মিশিয়ে তাকিয়ে বাজারজাত করছেন। শনিবার বিকালে এধরণের ৫০ ক্যারেট হিমসাগর আম দেবহাটার বিভিন্ন বাজার হতে আটক করা হয়।
এব্যাপারে দেবহাটা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে নিদিষ্ট সময়ের আগে অপরিপক্ক আম বাজারজাত করার সুযোগ নেই। কিছু অসাধু ব্যবসায়ী অধিকতর লাভের আশায় অপরিপক্ক আম বিক্রির জন্য প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাচার করছে।
তিনি আরো বলেন, সাতক্ষীরার আমের সুনাম ধরে রাখতে অপরিপক্ক আম জব্দ করার অভিযান অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এএজে