সাতক্ষীরার দেবহাটায় তিনটি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন, ৬ রাউ-গুলিসহ গ্রেপ্তারকৃত আসাদুল গাজীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার (৬ জানুয়ারি) সাতক্ষীরার আমলী ৭নং আদালতের বিচারক তনিমা মন্ডল তন্বি শুনানী শেষে এ আদশে দেন।
এর আগে মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ আসামিকে জিজ্ঞাসাবাদ জন্য আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন ।
গ্রেপ্তারকৃত আসাদুল গাজী (৩২) সাতক্ষীরার দেবহাটা উপজেলার কালাবাড়িয়া গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অবৈধ অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তির মধ্যে নোড়ার চক গ্রামের ইসাদ আলীর ছেলে আনারুল ইসলামসহ দুইজন পালিয়ে যায়। অপরজন আসাদুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার পরিহিত জ্যাকেট থেকে ২টি ও প্যান্টের পকেট থেকে ১টি বিদেশি পিস্তল,৬ টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় আহম্মেদ কবীর বাদি হয়ে শুক্রবার আসাদুল ইসলামসহ পলাতক আসামি আনারুল ইসলামের নাম উল্লেখ করে ১৯৭৮ সালে অস্ত্র আইনের ১৯(এ)(এফ) ধারায় একটি মামলা(১নং) দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দু পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ আসামি আসাদুলকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ জানান, যথাসময়ে কারাফটকে যেয়ে আসাদুলকে জিজ্ঞাবাদ করা হবে।
খুলনা গেজেট/এএজে