খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

দিঘলিয়ায় কঠোর লকডাউন, সকল খেয়াঘাট ও ফেরী বন্ধ

দিঘলিয়া প্রতিনিধি

গতবছর করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে আজ ২৪ জুন পর্যন্ত খুলনার দিঘলিয়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৯৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১০ জন। মৃত্যুবরণ করেছেন ৬ জন। হোম আইশোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোল্যা আছাফুর রহমান জানান, বৃহস্পতিবার (২৪ জুন) করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে ৩৯ জন র‍্যাপিড টেষ্ট করতে আসে। এরমধ্যে ১১ জনের পজিটিভ ধরা পড়েছে।

দিঘলিয়া উপজেলা ভৈরব, আতাই, আঠারবাকী তিনটি নদী দ্বারা বেষ্টিত। শহরের সংগে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো ফেরী এবং খেয়া পারাপার। সাম্প্রতি করোনা সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় সরকার গত ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের প্রথম দিন থেকে উপজেলাধীন ১৮ টি খেয়াঘাট এবং ৩ টি ফেরী চলাচল বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুধুমাত্র জরুরি প্রয়োজন, রোগী পারাপার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পারাপারের জন্য সীমিত আকারে ৩ টি খেয়াটঘাট চালু রাখার অনুমতি রয়েছে । ঘাট ৩ টি হলো দিঘলিয়ার নগরঘাট, চন্দনীমহল খেয়াঘাট এবং আড়ুয়া খেয়াঘাট।

খেয়াঘাটে নৌকা চলাচল এবং ফেরী চলাচল বন্ধ থাকার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম সরকারী পদক্ষেপ এর প্রতি সন্মান দেখিয়ে সবাইকে সাময়িক কষ্ট মেনে নেওয়ার আহবান জানিয়েছেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!