খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৪, ৫ ও ৬ ওয়ার্ড বিএনপি’র কমিটিতে যারা

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) গোপন ব্যালটে ভোট দানের মাধ্যমে এসব ওয়ার্ডগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোল্যা বেলায়েত হোসেন; ৫নং ওয়ার্ডের সভাপতি মল্লিক নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইকরামুল গাজী; ৬নং ওয়ার্ডের সভাপতি মতিউল মুরসালিন বুলবুল ও সাধারণ সম্পাদক মো. মুজিবর রহমান নির্বাচিত হয়েছেন।

সেনহাটির ৪, ৫ ও ৬ ওয়ার্ডে কর্মী সম্মেলন ও সভাপতি-সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

এ সময়, মনিরুজ্জামান মন্টু বলেছেন, বর্তমান খুলনার অশান্ত পরিবেশকে শান্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে। পতিত সরকারের দোসররা দেশকে অশান্ত করতে চায়। তারই ধারাবাহিকতায় খুলনার আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটানো আওয়ামী ষড়যন্ত্র। ফুলতলায় উপজেলা বিএনপি’র আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাসারকে বৃহস্পতিবার রাতে হত্যা প্রচেষ্টায় বোমা হামলা চালায় সন্ত্রাসীরা।

মন্টু আরও বলেন, গত ২৩ আগস্ট ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সেলিম সরদারকে হত্যা প্রচেষ্টায় গুলি করেছিল সন্ত্রাসীরা। ফ্যাসিষ্ট আ’লীগ ও তার দোসররা বিএনপি’র নিধনযজ্ঞ অব্যাহত রেখেছে। তাই বিএনপি’র বিরুদ্ধে নানান অপপ্রচারেরও মহৌৎসব চলছে। ষড়যন্ত্রকারীরা জানে-জনগনের ভোটাধিকার পুনরুদ্ধার ও বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌম্যত্ব সুরক্ষা একমাত্র কেবলমাত্র বিএনপি’র দ্বারাই সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে দেশী-বিদেশী গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করতে এ ষড়যন্ত্র। একইসাথে বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে ফ্যাসিষ্ট ও তাদের পদলেহনকারী দোসররা। এসব ষড়যন্ত্রের মূল উদ্দেশ্যই হল বিএনপি ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেন রাস্তায় নামতে না হয়। জনগণ কি চায় এই সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, সদস্য জিএম রফিকুল হাসান, মোল্লা রিয়াজল ইসলাম, আতিক নেওয়াজ চঞ্চল, মোজাম্মেল শরীফ, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, নাজমুল মোল্যা, শেখ মোসলেম উদ্দিন প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!