খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে দুদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার তাগিদ
  ঐকমত্য তৈরিতে আলোচনা চালিয়ে যাবে বিএনপি : সালাউদ্দিন আহমেদ

দিঘলিয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলমসহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। একই দিন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়ে) উঠান বৈঠক, বাতিভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনহাটী ইউনিয়ন পরিষদ, সেনাহাটী ভৈরব পাড়ে অবস্থিত কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিস্তম্ভ, বসতভিটা ও ইনস্টিটিউট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস।

খুলনা গেজেট/লিপু




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!