খুলনা, বাংলাদেশ | ১৯ মাঘ, ১৪৩১ | ২ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা

দারুণ জয়ে কোয়ালিফায়ারে চিটাগাং, এলিমিনেটরে রংপুর

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই কোয়ালিফায়ার। নয়ত খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ। চিটাগাং কিংসের সামনে বিপিএলের লিগ পর্বের ম্যাচের আগে সমীকরণ ছিল এমনই। টুর্নামেন্টের শুরুর ৮ ম্যাচে জয় পেলেও রংপুর রাইডার্স ফর্ম হারিয়েছে শেষভাগে এসে, চিটাগাং সেটারই সুযোগ নিয়েছে দারুণভাবে। আগামী ৩ তারিখের কোয়ালিফায়ারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তারা।

২০২৫ বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ২৪ রানের ব্যবধানে হারিয়েছে চিটাগাং কিংস। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেল তারা। সমান ৮ জয় আছে রংপুর রাইডার্সের। তবে নেট রানরেটের সমীকরণে চিটাগাং কিংসই নিশ্চিত করেছে কোয়ালিফায়ার। ৩ তারিখের ম্যাচে তাদের প্রতিপক্ষ টেবিল টপার ফরচুন বরিশাল।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রানের দেখা পাওয়া যায়নি সে অর্থে। স্টেডিয়ামে জড়ো হওয়া হাজার পনের দর্শকদের অবশ্য বিনোদিত করেছে চিটাগাং কিংস। শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন পারভেজ হোসেন ইমন। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেছেন এই ব্যাটার। অপরপাশ থেকে খাজা নাফি, গ্রাহাম ক্লার্করা তাকে দিয়েছেন সঙ্গ।

আসরের শুরুর দিকে রানের দেখা না পাওয়া ইমন আজ খেলেছেন ৪১ বলে ৭৫ রানের কার্যকরী ইনিংস। ক্লার্ক ২৬ আর নাফি ২১ রান করে তাকে দিয়েছেন সঙ্গ। তবে ইমনের আউটের পর হায়দার আলী এবং শামীম পাটোয়ারি খেলেছেন আরও বেশি দ্রুতগতির ইনিংস। ২৩ বলে হায়দার করেছেন ৪২ রান আর ইনফর্ম শামীমের ব্যাট থেকে ১২ বলে আসে ৩০ রানের ক্যামিও। ২০ ওভার শেষে চিটাগাং কিংসের সংগ্রহ ২০৬ রান।

রান তাড়ায় নেমে প্রথম ওভারের শেষ বলে ফেরেন তামিম ইকবাল। অন্য ওপেনার তাওহীদ হৃদয়ও পারেননি স্কোর বড় করতে। তবে ক্রিজে ছিলে দাভিদ মালান। অভিজ্ঞ এই ব্যাটার আজও নিজের জাত চেনালেন দারুণ এক ফিফটি করে। ৩৪ বলে খেলেছেন ৬৭ রানের ইনিংস। মুশফিকুর রহিমের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৩ রানের জুটি অনেকটাই কক্ষপথে ফেরায় বরিশালকে।

তবে বিনুরা ফার্নান্দো আর আলিস আল ইসলামের নিয়ন্ত্রিত বোলিং বারবার চাপ ফেলেছে বরিশালকে। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ২০ ওভার শেষে বর্তমান চ্যাম্পিয়নরা থেমেছে ১৮২ রানে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!