খুলনায় বজ্রপাতে মো. আমজাদ গাজী (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) দুপুর পৌনে ১ টার দিকে জেলার দাকোপ উপজেলার সুতারখালীতে এ ঘটনা ঘটে।
নিহত আমজাদ গাজীর নাতী আজিজুর রহমান বলেন, দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। দাদা নামাজের জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। বৃষ্টি কিছুটা বাড়লে বাড়ির শেষ সীমানায় বিলের পাশে একটি নিমগাছের নিচে দাঁড়ালে সেখানে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃষ্টি থামলে স্থানীয় লোকজন পরিবারকে সংবাদ দেয়। তার মরদেহ এখন বাড়িতেই রয়েছে।
খুলনা গেজেট/ টি আই