খুলনার দাকোপ উপজেলার ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপি’র দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১২ মে) বিকেল ৫ টা ২০ মিনিটের দিকে চালনা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। তবে তাদের মধ্যে একজন পুলিশ সদস্যর অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, সোমবার (১২ মে) দুপুর ২ টার দিকে দাকোপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে ডাকাতিয়ার বিলের ইজারা ডাক দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচ তলায় চালনা পৌর বিএনপি’র আহবায়ক মোজাফ্ফর হোসেন এবং খুলনা জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ দিলু একে অপরের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
বিকেলে পুণরায় ওই দু’গ্রুপ আবারও সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দাকোপ থানা পুলিশের এএসআই আজাহার উদ্দিনসহ ৫ জন আহত হন। সংঘর্ষ চলাকালে এএসআই আজাহার উদ্দিনের মাথায় ইটের আঘাত লাগে এতে তার মাথার হাড় ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে খুলনার গাজি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে দাকোপ থানার অফিসার ইনচার্জকে তার ব্যবহৃদ মোবাইলে কল দেওয়া হলে তিনি ফোন ধরেননি। পরবর্তীতে অফিসার ইনচার্জ (তদন্ত) কে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়া মাত্র ওসির দোহাই দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ঘটনার পর চালনা পৌরসভার ডাকবাংলা মোড় ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভয়ে স্থানীয়রা এলাকার দোকানপাট বন্ধ করে দিয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/এমএনএস