খুলনা, বাংলাদেশ | ২৮ মাঘ, ১৪৩১ | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  কর্মকর্তা প্রত্যাহারে বাংলাদেশ ব্যাংকের অভিযুক্তদের অনুসন্ধান-তদন্ত বিঘ্নিত হবে না: দুদক
  পাবনা সাঁথিয়ায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী নিহত
  আ. লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে মারধর, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

‘সাতক্ষীরায় দলীয় কোন্দল নিরসন করে গ্রহণযোগ্য জেলা কমিটি উপহার দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সাথে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় শহরের আমতলামোড়স্থ জেলা আহবয়াকের বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা ডাঃ শহিদুল আলাম, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আখতারুল ইসলাম, যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি। এসময় বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ বলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাম্প্রতিক সময়ের বিভিন্ন কর্মকান্ড নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন দলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও। অত্যন্ত হতাশার মধ্য দিয়ে চলার এক পর্যায় সাতক্ষীরা জেলায় তারুণ্য নির্ভর ছয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি দিয়েছেন তিনি। যার অভিভাবক হিসেবে আমাকে নির্বাচিত করা হয়েছে। এই আহবায়ক কমিটি দলীয় কোন্দল নিরসন করে একটি সুন্দর গ্রহণযোগ্য জেলা কমিটি উপহার দেওয়ার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

সেই লক্ষ্যে আমরা সারা জেলাকে চারটি ইউনিটে ভাগ করেছি। সাতক্ষীরায়-১ আসন (তালা-কলারোয়াকে নিয়ে গঠন করা হয়েছে এক ইউনিট। যার দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদীকে। সাতক্ষীরা-২ আসন (সদর উপজেলা) এর দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান কে, সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবাহাটা ও কালীগঞ্জের একাংশ নিয়ে গঠিত) দ্বিতীয় ইউনিটের দায়িত্ব রয়েছেন যুগ্ম আহ্বায়ক আখতারুল ইসলাম এবং সাতক্ষীরা-৪(শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক) নিয়ে গঠিত চতুর্থ ইউনিটের দায়িত্ব দেয়া হয়েছে যুগ্ম আহবায়ক তাসকিন আহমেদ চিশতি কে।

রহমতুল্লাহ পলাশ আরো বলেন, চারটি ইউনিটের গঠিত এই কমিটি জেলার প্রতিটি ওয়ার্ডে একটি সার্চ কমিটি গঠন করবে। এই সার্চ কমিটি ৪৬ বছর ধরে যে সমস্ত ত্যাগী নেতাকর্মী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল এবং গত ১৭ বছর আন্দোলন সংগ্রামকালে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে খুঁজি বের করে বিএনপি’র সদস্যপদ দিবে। তাদেরকে নিয়ে প্রথমে একটি ওয়ার্ড কমিটি গঠন করবে। সেই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ ইউনিয়ন কমিটি, ইউনিয়ন কমিটি উপজেলা এবং উপজেলা কমিটি জেলা কমিটি নির্বাচিত করবে। আগে কমিটি হতে উপর থেকে নিচে এখন থেকে কমিটি হবে নিচে থেকে উপরে। সভায় স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!