সাতক্ষীরা জেলা বিএনপির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএনপির দলীয় আদর্শচ্যুত ব্যক্তিদের বিএনপির প্রাথমিক সদস্য ফরম নবায়ন না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত। সভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৩০ এপ্রিলের মধ্যে সকল ওয়ার্ডের প্রাথমিক সদস্য তালিকা বা কাউন্সিলর প্যানেল (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১৫০ জন ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে কমপক্ষে ১০০ জন) তৈরি, ৭ মের মধ্যে সকল ওয়ার্ডের সম্মেলন শেষে পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি (পৌরসভার ওয়ার্ডের ক্ষেত্রে ৭১ সদস্য ও ইউনিয়নের ওয়ার্ডের ক্ষেত্রে ৫১ সদস্য বিশিষ্ট) গঠন, ১৫ মের ইউনিয়ন সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। এ সময়ের মধ্যে পৌর সম্মেলন সম্পন্ন করা ও ২৯ মের মধ্যে সকল উপজেলা সম্মেলন শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, প্রফেসর ডা. শহিদুল আলম, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলীম, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুগ্ম আহ্বায়ক মৃণাল কান্তি রায়, যুগ্ম আহ্বায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম প্রমূখ।
খুলনা গেজেট/ টিএ