খুলনা, বাংলাদেশ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  অন্তর্বর্তী সরকারের বিবৃতি : ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে

থামুন! সরকারকে কাজ করতে দিন, বিচার ও সংস্কার হবেই : উপদেষ্টা মাহফুজ

গেজেট ডেস্ক

ফেসবুক লাইভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে ঘিরে প্রায় সারা দেশেই চলছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ। একইসঙ্গে বিভিন্ন দাবিতে একের পর এক চলছে মিছিল-অবরোধসহ নানা আন্দোলন কর্মসূচি। এই অবস্থায় সবাইকে থামার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একইসঙ্গে অভ্যুত্থানের ফসল নষ্ট হয়—এমনকিছু থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

মাহফুজ আলম বলেন, ‘থামুন! শান্ত হোন। সরকারকে কাজ করতে দিন। বিচার ও সংস্কার হবেই। আমি জানি এ উত্তপ্ত মৌসুমে কেউ থামতে বলবে না আপনাদের। কিন্তু, আপনারা গালি দিলেও বলব, থামুন।’

তিনি বলেন, ‘জনগণ এবার রাজনৈতিকভাবে শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। এখন গঠনমূলক রাজনীতির সময়। উত্তম বিকল্প দেখানোর সময়। প্রতিরোধের প্রয়োজনেই দরকার নিজেদেরকে প্রশিক্ষিত, প্রাজ্ঞ ও স্থির করে তোলা।’

অভ্যুত্থানের ফসল নষ্ট না করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এটা দীর্ঘমেয়াদি লড়াই। প্রস্তুতি নিন, হঠকারিতা করবেন না। অভ্যুত্থানের ফসল নষ্ট করবেন না। শত্রুরা আপনাদের যেভাবে দেখতে ও দেখাতে চায়, সেপথে না যাওয়াই এদেশের জন্য ভালো।’

তিনি আরও বলেন, ‘হাসিনার দিয়ে যাওয়া ট্রমা যেন আপনাদের উপর ছায়া না ফেলে। আমরা একটা নূতন সমাজ ও রাষ্ট্র গড়বই। দীর্ঘপথ, কিন্তু আমাদের জাতির সামনে আর কোন বিকল্প নাই।’

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!