খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  রাজধানীর সদরঘাটের শ্যামবাজারঘাটে লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে
  বান্দরবানের তিন উপজেলায় ভোট স্থগিত : ইসি সচিব
  নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত

‘তেলের দাম বৃদ্ধি সিন্ডিকেটের সাথে সরকারের গোপন সমন্বয়ের নগ্ন বহিঃপ্রকাশ’

নিজস্ব প্রতিবেদক

বাজার সিন্ডিকেটের কারসাজিতে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোজ্য তেলের লাগামহীন মূল্যবৃদ্ধিতে ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তেলেসমাতি কারবারের মাধ্যমে ঈদের পূর্বে বাজার থেকে ভোজ্য তেল উধাও করে পরিকল্পিতভাবে লাগামহীন মূল্যবৃদ্ধি করা হলো যা, ‘তুঘলকি কারবার’। এটা সরকার কথিত তেল বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের সাথে গোপন সমন্বয়ের নগ্ন বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, ক্রমবর্ধিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের জীবন এমনিতেই ওষ্ঠাগত। ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি তার উপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে হাতিয়ার বানিয়ে মন্ত্রিরা বিশ্বব্যাপী বাজার মূল্যবৃদ্ধির কাহিনী শোনাচ্ছেন। এটা জনগণের সাথে এক ধরনের প্রতারণার সামিল। এটা দিবালোকের মত পরিস্কার যে, বাজার সিন্ডিকেটের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সরকার তাদের কাছে জিম্মি।

নেতৃবৃন্দ অবিলম্বে ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ক্রমবর্ধমান দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

বিবৃতিদাতার হলেন, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমন্ডলীর সদস্য যথাক্রমে কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড শেখ সেলিম আখতার স্বপন, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরী মন্ডল প্রমুখ ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!