খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  ঢাকা শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট
  রাজধানীর খিলগাঁওয়ে হাত বাঁধা অবস্থায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন

তেরখাদায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’র ৪ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। রোববার (০২ মে) ভোরে জেলার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদেরকে আটক করা হয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, র‌্যাব-৩ ঢাকার একটি টিম ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ‘আনসার আল ইসলাম’র ৪ জন সদস্যকে আটক করে। সকালে তেরখাদা থানায় সোপার্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এরপর তাদের আদালতে সোপার্দ করা হবে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা সরকার বিরোধী কর্মকান্ড পরিচালনা করে আসছে। একইসঙ্গে জনগনকে আহবান করা।

আটককৃতরা হলেন, তেরখাদা দক্ষিন পাড়া এলাকার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ আবির মাহমুদ রেজা (২৮), ঝালকাঠির নলসিটি উপজেলার দহরা এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ আবু বকর সিকদার (২০), দিনাজপুরের বিরল উপজেলার মাধবকাঠি গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১), নড়াইলের লোহাগড়া উপজেলার না‌লিয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে এবং আশরাফুল ইসলাম ওরফে আবু আব্দুল্লাহ (৩১)।

র‌্যাব-৩, ঢাকার একটি দল অ্যাডিশনাল এসপি রিনা রানীর নেতৃত্বে খুলনা জেলার তেরোখাদা আজিজিয়া মারকাজুল উলুম মাদ্রাসা থেকে তাদের আটক করে। পরে সকালে তাদের তেরখাদা থানা পুলিশের কাছে সোপার্দ করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!