তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে বিএনপির সম্মেলন প্রস্তুত আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক চৌধুরী কওছার আলী স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) আজগড়া, বারাসাত, ছাগলাদাহ, সাচিয়াদাহ, তেরখাদা ও মধুপুর ইউনিয়ন বিএনপির এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আজগড়া ইউনিয়ন
আহ্বায়ক শেখ ইউসুফ আলী, মোঃ জাহাঙ্গীর আলম, শেখ মফিজুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রউফ জমাদ্দার, মোল্লা আবুল খায়ের, দীন জমাদ্দার, মুরাদ আলী শেখ, বুরুজ শিকদার, মোঃ লাজুক শেখ, পারভেজ মোল্লা, মোঃ দীন ইসলাম, মোঃএস্কেন্দার মোল্লা, ফরিদ শেখ, মুকুল মোল্লা, কমলেশ খামারী, মোঃ জিয়াউর রহমান শেখ, মোঃ টুকু মোল্লা, মোঃ মোস্তফা শেখ,মোঃ নবীর তরফদার, রিয়াজুল শেখ, মোঃ নবীর শেখ, মৃদুল মল্লিক, মোঃ বাবুল গাজী।
বারাসাত ইউনিয়ন
আহবায়ক মোঃমোবাশ্বের আলম, মোঃ এনামুল মোল্যা,সদস্য রোপালী বেগম, আশ্রাফ মোল্যা, মোঃ ফেরদৌস ইসলাম (বিপুল), মোঃ টুলু মোল্যা, মোঃ মোজাম্মেল হক, মোঃ আজাদ মোল্যা, মোঃ জলিল মোল্যা, মোঃ মোক্তার ফকির, গৌর বিশ্বাস, তারেক রেজা, সোহাগ মোল্লা, আহাদ ফকির, মোঃ রাজা মোল্লা, তৌহিদুল ইসলাম, রহমান মিনা, গোলজার মোল্লা,মিজবাহ মুন্সি, মোঃ নজু মোল্লা, লালিম শেখ, পার্থ বরন অভি,আনিছুর রহমান মোল্লা, মোঃ নুরুল,পলাশ শেখ।
ছাগলাদাহ ইউনিয়ন
আহ্বায়ক এস.এম.এমদাদুল হক, তৌহিদ মোল্লা, কবির শরীফ, রাজু বিল্লাহ, তরিকুল ইসলাম রুমি, খালিদ হাসান, বোরহান সরদার, আলমগীর ভূইয়া, আনিস মোল্লা, সোহেল মল্লিক, মাছুম খাঁ, জিয়াউর রহমান, আলম মোল্লা, বরকত লস্কর, আজবাহার শেখ,আবুল হাসান, ওবায়দুল্লাহ মোল্লা, আছাদ কাজী, আজাদ কাজী, আলম শেখ, কাফি শেখ, বাবু লস্কর, তৈয়বুর রহমান টুটুল, টুলু লস্কর, আবুল হাসান।
সাচিয়াদাহ ইউনিয়ন
আহবায়ক মোঃ আবুল বাশার, খান গিয়াস উদ্দিন, আব্দুল মান্নান তরফদার, আব্দুল হক শিকদার, এ্যাড. এ.বি.এম. আলমগীর শিকদার, মোঃ মামুন শিকদার, মোঃ কারীমুল ইসলাম, মোঃ ওবায়দুল তরফদার, মোঃ টুকু শেখ, মোঃ শহিদুল্লাহ বিশ্বাস, মোঃ অলিয়ার রহমান, মোঃ জালাল ভূইয়া, মোঃ শিমুল মোল্লা, মোঃ শহিদ মোল্লা, মোঃ আসাব ফকির, মোঃ কাছেদ মোল্লা, মোঃ সিরাজ খান, মধুসুধন মজুমদার, ফুলমিয়া শিকদার, মোঃ কামাল সরদার, আব্দুস সামাদ শিকদার, বিশ্বজিৎ বিশ্বাস, আজমির মোল্লা, প্রভাষ মালাকার, আবু জাফর।
তেরখাদা ইউনিয়ন
আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন, সদস্য মোঃ কামরুল ইসলাম, মোঃ মহিবুল্লাহ, মোঃ ওহিদ শেখ, গোলাম মোস্তফা ভুট্টো, মোঃ জামাল বিশ্বাস, মোঃ রাজু শেখ, মোঃ তহিদ শিকদার, মোঃ জাফর চৌধুরী, চৌধুরী আমিনুল ইসলাম, মোঃ ফেরদাউস মোল্লা, মোঃ ফেরদাউস সরদার, মোঃ মহিদুল শেখ, মোঃসোহেল শেখ, মোঃ মঞ্জুর আহমেদ, মোঃ আবু চৌহদ্দি, মোঃ ফরিদ শেখ, ডাঃ বাচ্চু ফকির, মোঃ জাহিদুল শিকদার, মোঃ জামাল শেখ, মোঃ গাউস মোল্লা, নাঈম ইসলাম আহাদ, খশরু মোল্লা, আলমগীর ফকির, আবুল খায়ের মুসাল্লী।
মধুপুর ইউনিয়ন
আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মোড়ল, মোঃ বিল্লাল মোল্যা, আবুল হাসান মুন্সী, মোল্লা বিল্লাল হোসেন, মোঃ মাফিক সরদার, আবুল কালাম ফারাজী, শেখ জহুরুল হক, নাজিবুল ইসলাম (মাসুম), বদরুল আলম (দুলু), মুন্সী জামাল উদ্দিন বাদশা, নূর ইসলাম মোল্যা, আফসার উদ্দিন ফকির, মোজাম্মেল মুন্সী, মোল্লা শহিদুল ইসলাম, এস.এম. ইমদাদুল হক,
গোলাম মোস্তফা মোল্যা, মোল্যা নজরুল ইসলাম, মোল্যা নাসির উদ্দিন, মোঃ সাব্বির সরদার, মোরশেদ আলম বাদশাহ, মোঃ সোহরাব হোসেন (শহর মীর), মোঃ আবু বক্কর সিদ্দিক, মোঃ বাবলু মোল্লা,মোঃ কাইয়ুম ফরাজী।
খুলনা গেজেট/ টিএ