তেরখাদায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক কায়নাত সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের কাটেঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত কায়নাত শিকদার উপজেলা সদরের মৃত: নুর মোহাম্মদ শিকদারের ছেলে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমনে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো তেরখাদাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।