ডেভিল হান্ট অপারেশনের আওতায় তেরখাদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম ফরিদ আহমেদ, বারাসাত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিরু শেখ, উপজেলা যুবলীগের সদস্য তৌহিদ শেখ ও আজগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আকিজ উদ্দিন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, থানা পুলিশ ও যৌথ বাহিনীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে।
খুলনা গেজেট/এএজে