তেরখাদা থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
জানা যায়, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেপ্তার পাশাপাশি অবৈধ অস্ত্র,গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে শুক্রবার(২১ ফেব্রুয়ারি) পুলিশের অভিযানে তেরখাদা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম (৪০) ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি এস এম ফজলে রাব্বি বাঁধন (৩৩)কে গ্রেপ্তার করে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
তিনি বলেন, থানা পুলিশের সকল এলাকায় বিশেষ অভিযান চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে