তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নে বসত ঘরের আড়ার সাথে কাপড়ের বেল্ট গলায় ফাঁস দিয়ে সবুজ মন্ডল (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। নিহত সবুজ ইছামতি গ্রামের পরিতোষ মন্ডলের ছেলে। বুধবার(১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সবুজ মন্ডল নিজ ঘরের আড়ার সাথে নিজ কোমরে পরিহিত কাপড়ের বেল্ট দ্বারা সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরবর্তীতে স্থানীয় ও বাড়ির লোকজন তাকে নিজ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পারিবারিক কলহ ও প্রেম গঠিত জেরে আত্মহত্যা করেছেন।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
খুলনা গেজেট/এএজে