তেরখাদা উপজেলা সদরে পুড়ে ছাই হয়ে গেছে আগুনে সাতটি দোকান। এ ঘটনায় ১০ থেকে ১২ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। সোমবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার কাটেঙ্গা বাজারের পশু হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, সোমবার রাতে পশু হাসপাতাল সংলগ্নে মো: রবিউল ইসলামের ভ্যারাইটিজ স্টোর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। পরে তেরখাদা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আধাঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া ভ্যারাইটিজ দোকানের মালিক মো: রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। তবে ততক্ষণে আমার দোকান পুড়ে গেছে। দীর্ঘদিন ধরে একই স্থানে দোকান করে আসছি। সংসার চলে এ দোকানের ওপর নির্ভর করে। সর্বস্ব পুড়ে গেছে। এক টাকার মালামাল ও আগুনে পুড়ে যাওয়া হাত থেকে রক্ষা পায় নাই।
তেরখাদা ফায়ার ষ্টেশনের সাব অফিসার আব্দুল মান্নান বলেন, রাতে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। তবে দোকানের মালামাল অক্ষত উদ্ধার করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ আগুন লাগার ঘটনা নিশ্চিত করে বলেন,ক্ষতিগ্রস্থদের আমরা সাধ্যমত সহযোগিতা করব। তবে দোকান মালিকদের আরও সতর্কতা অবলম্বন করতে হবে।
খুলনা গেজেট/ টিএ