খুলনা, বাংলাদেশ | ১০ বৈশাখ, ১৪৩১ | ২৩ এপ্রিল, ২০২৪

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে পাঁচটি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই
  নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাক ড্রাইভার নিহত

‘তালেবান সরকারকে এখনই স্বীকৃতি দিচ্ছেনা বাংলাদেশ’

গেজেট ডেস্ক

আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারকে আপাতত স্বীকৃতি দেবে না বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো কী পদক্ষেপ নিচ্ছে সেটাও আপাতত গুরত্ব দেয়া হচ্ছে না, আফগানিস্তানের অন্তবর্তীকালীন সরকারকে আরো পর্যবেক্ষনে রাখা হবে বলে জানিয়েছেন তিনি।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার আফগানিস্তানে অন্তবর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। ১৫ই আগস্ট কাবুল দখলের তিন সপ্তাহ পর হলো এই সরকার গঠন। নতুন মন্ত্রীসভায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পান অপেক্ষাকৃত কম পরিচিত ধর্মীয় নেতা মোল্লা হাসান আখুন্দ। কাবুলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার চার সদস্যের নাম ঘোষণা করেন গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বেরাদার নতুন সরকারে উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আর হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানি পান স্বরাষ্ট্রমন্ত্রীর পদ। প্রতিরক্ষামন্ত্রী হলেন- তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে ইয়াকুব। তালেবানের আগের সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীত্ব পাওয়া মোল্লা হাসান আখুন্দ। তবে, জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় তার নাম রয়েছে।

এদিকে নানাকারণে এরইমধ্যে সমালোচনার মুখে পড়েছে দেশটির নেতৃত্ব। শুধু পুরুষদের মন্ত্রীত্ব দেয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় থাকা বেশ কয়েকজনকে মন্ত্রিত্ব পাওয়ায়ও উদ্বিগ্ন দেশটি। এরই মধ্যে আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। নতুন মন্ত্রিসভায় কোনো নারী না থাকায় কাবুলে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে কয়েকশ নারী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!