খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে কারফিউর সময় ফের বাড়লো
  তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৫
  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪

তালায় আদর্শ গ্রাম গঠনে মতবিনিময় সভা

তালা প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড় তোলার লক্ষ্যে জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৪ টায় তালা উপজেলার নুরুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা সরকারী বি এল সহযোগী অধ্যাপক মামুন কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ্য শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহামুদুল হক, সাবেক জেলা আমির মুহাদ্দিস রবিউল বাশার, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনউদ্দীন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ মফিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, গ্রাম বাসীর পক্ষে শেখ শফিউল্লাহ সবুর, বাংলাদেশ আদর্শ কলেজ শিক্ষক পরিষদের তালা উপজেলা সভাপতি ও রহিমাবাদ মসজিদের পেশ ইমাম অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় এনডিসি নাবিল হোসেন তামিম, সহকারি কমিশনার- সাইফুল ইসলাম, সহকারির কমিশনার তাইজুল ইসলাম, তালা উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকল অতিথি বিদ্যালয় মাঠে একটি হরতকি গাছের চারা রোপন করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!