বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্টে খালাস দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তেরখাদা উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩ডিসেম্বর) বিকেল মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে মিছিল শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির রক্তৃতা করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান।
বিএনপি নেতা শেখ আজিজুর রহমান আজিবার ও মোঃ আবুল হোসেন বাবুর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান,মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা ,শরীফ নাঈমুল হক, লস্কর আবুল কালাম লস্কর,মোঃ মিল্টন হোসেন মুন্সী,ইবাদুল শিকদার,খান মোস্তাক আহমেদ,শেখ ইমদাদুল ইসলাম, কামাল উদ্দিন লস্কর,আজিজুর রহমান মোল্যা, মোল্লা রফিকুল ইসলাম, ইমদাদুল হক, এস কে নাসির আহমেদ, মোঃ পলাশ সেখ, জামাল বিশ্বাস,আলমগীর হোসেন, মোঃ মোতালেব হোসেন, মঞ্জুর ইসলাম,সোহাগ মুন্সী,শামীম আহমেদ রমিজ, আমিনুল ইসলাম ,মহিদুল ইসলাম, চৌধুরী মেহেদী হাসান, সাব্বির আহমেদ লিমন,মোঃ সাবু মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে তারেক রহমানকে মামলায় অভিযুক্ত করেছিল।
খুলনা গেজেট/ টিএ