ঢাবি ও জাবিতে চালু হচ্ছে চীনা ভাষার কোর্স
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে চীনা ভাষা শিক্ষা কোর্স চালুর জন্য সমঝোতা স্মারক (এমওইউ ) সই হয়েছে। রোববার (১৩ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য কনফারেন্স কক্ষে এ চুক্তি সই হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এর উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক ড. ইয়ং হুই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এ সমঝোতা স্মারকে সই নেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.রেজাউল করিম তার বক্তব্যে জবির দ্বিতীয় ক্যাম্পাসে আলাদাভাবে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই চুক্তি দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক সহযোগিতাকে ত্বরান্বিত করবে।
এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষাগত সহযোগিতা জোরদার করা, চীনা ভাষা শিক্ষার প্রসার ঘটানো এবং বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব বৃদ্ধি করা। চুক্তির আওতায় ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য চীনে শিক্ষাবৃত্তি ও প্রশিক্ষণ প্রদান, চীনা ভাষা শিক্ষার ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ, চীনের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক পরামর্শ সেবা এবং ভাষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোষ্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ এবং ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউটের মি. ইয়িন জু এবং মি. রাও জিহাওসহ অন্যান্য শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/জেএম