খুলনা, বাংলাদেশ | ১৫ চৈত্র, ১৪৩০ | ২৯ মার্চ, ২০২৪

Breaking News

  রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এসবির রিপোর্টার নিহত
  চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

ডেপুটি রেজিস্ট্রারকে ঘেরাও, ছাত্র-আন্দোলনে উত্তাল কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়

কলকাতা প্রতিনিধি

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত দিন-রাতভর কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আর্শাদ আলীকে ঘেরাও করে রাখেন ছাত্রছাত্রীরা। বুধবার ছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের তৃতীয় দিন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসের ভিতর ও বাহির দুর্বার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠে।

এদিন ছাত্ররা পশ্চিমবঙ্গ সরকারকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। বিক্ষোভ- আন্দোলন থেকে ছাত্রছাত্রীরা যে দাবিগুলি জানান, সেগুলি হল, অবিলম্বে আলিয়া বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দুর্নীতি- জালিয়াতি-সঙ্কট সমাধানে রাজ্য সরকারকে ইতিবাচক পদক্ষেপ নিতে হবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জায়গা অন্য দপ্তরকে হস্তান্তর করা চলবে না, বিশ্ববিদ্যালয়ের পড়ে থাকা জায়গাগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে, সংখ্যালঘু দপ্তরের বরাদ্দকৃত অর্থ নয়ছয় করা চলবে না, বিশ্ববিদ্যালয়ের সবধরনের শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মীদের বেতন ঠিকঠাক দিতে হবে, আলিয়া বিশ্ববিদ্যালয়ের আদিক্যাম্পাস তালতলায় লাইব্রেরি স্হাপন সহ সবধরনের পরিকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে। বুধবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের রাজারহাট নিউটাউন ক্যাম্পাস, তালতলা ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা মিলিত হয়ে পার্কসার্কাস ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ দেখান। এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে মানসিক সমর্থন দিচ্ছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!