খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক (কেসিসি) বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার জনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সে কারণে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুধবার (১২ ডিসেম্বর) নগর ভবনে কেসিসি’র বিভাগ ও শাখা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায়, ক্রাশ প্রোগ্রামের আওতায় নগরীর ড্রেনসমূহ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। খাদ্য দ্রব্যের মূল্য হ্রাসে অন্তরায়সমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মতামত ব্যক্ত করেন এবং কেসিসি’র সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কাজে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আব্দুল আজিজ, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, রাজস্ব কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান, ভেটেরিনারী অফিসার পেরু গোপাল বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন প্রমুখ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ