খুলনার ডুমুরিয়ায় ওয়ারেন্টভুক্ত পলাতক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চাকুন্দিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ডাকাত ওই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে হাবিবুর রহমান ওরফে হাবি ডাকাত।
পুলিশ জানায়, তার নামে ৪টি ডাকাতি, ১টি চুরি সহ বিভিন্ন জেলায় ৬টি মামলা রয়েছে। এরমধ্যে যশোর ও মাদারীপুরের দুটি মামলায় তার নামে গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। বেশ কিছুদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ ফরিদ হোসেন ও এস আই মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আটকের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্ত রায় চৌধুরী।
খুলনা গেজেট/ এসজেড