খুলনা, বাংলাদেশ | ১১ বৈশাখ, ১৪৩১ | ২৪ এপ্রিল, ২০২৪

Breaking News

  ৬ দিনের সফরে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী

টেস্ট জয়ের পেছনে সুজন ও মুমিনুলের অবদান : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ দলের ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পেছনে খালেদ মাহমুদ সুজন ও মুমিনুল হকের অবদান দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। মাশরাফির মতে, মুমিনুলের কৃতিত্বে বাংলাদেশ ম্যাচ জিতেছে, আর দলকে প্রেরণা যুগিয়েছেন সুজন।

বিশ্বকাপে ভরাডুবির পর জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয় সুজনকে। ক্রিকেটারদের সাথে তার সুসম্পর্কের কারণে সুজনের উপস্থিতি ড্রেসিংরুমের পরিবেশটাই যেন বদলে দেয়। এবার এর প্রতিফলন দেখা গেল নিউজিল্যান্ড সফরের মত কঠিন মিশনে।

মাশরাফির মূল্যায়ন, ‘তারা দল হিসেবে ভালো খেলেছে। এটা সোজাসাপ্টা বলতে পারি। আর ব্যাটিং বোলিং খুব ভালো করেছে। ক্যাচিং যদি দেখেন, দারুণ কিছু ক্যাচ নিয়েছে। ম্যাচ জিততে গেলে এগুলোই তো আসল।’

প্রবল সমালোচনার ঢেউ সামলে বাংলাদেশ দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা মুগ্ধ করছে মাশরাফিকে। তিনি বলেন, ‘দল নিয়ে সমালোচনা-আলোচনা হচ্ছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো… মুমিনুল আছে, সুজন ভাই গেছে ওখানে। যারা আছে তারা হয়ত দলকে বুস্ট আপ করেছে, বলেছে যে হারানোর কিছু নেই। নিজেদের ওপর দারুণ এক বার্তা তৈরি করতে পেরেছে। কে আছে কে নেই এটা গুরুত্বপূর্ণ নয়, নিজেদের আত্মবিশ্বাস থাকলে যেকোনো জায়গায় যেকোনো কন্ডিশনে ম্যাচ জেতা সম্ভব। এটা দারুণ এক বার্তা নিজেদের জন্য।’

সেই দারুণ বার্তা তৈরি করার পেছনের কারিগর কি তবে সুজন? অতীতের বেশ কিছু স্মরণীয় সাফল্যের পেছনে তিনি ছিলেন টিম ম্যানেজমেন্টের অংশ। মাশরাফি বলেন, ‘ক্রিকেটারদের জন্য উনি ইতিবাচক একজন মানুষ। এজন্যই উনার কথা বলেছি। শৃঙ্খলা রাখার ক্ষেত্রেও, খেলোয়াড়দের সাথে কতটুক আলোচনা করতে হবে, কী প্রয়োজন, সুযোগ সুবিধা সবকিছুর দিকে খেয়াল রাখেন। এই জায়গা থেকে সুজন ভাইর কথা বলতেই হবে।’

মাশরাফি মনে করেন, মুমিনুলের ছোট্ট কাঁধে তুলে দেওয়া পুরো দলের ভার নেওয়ার সক্ষমতা হয়ে গেছে মুমিনুলের। বিশ্বচ্যাম্পিয়নদের নিজেদের মাঠে হারানোর মত দলটি মুমিনুলই সাজিয়ে-গুছিয়ে এনেছেন, মনে করেন মাশরাফি।

তিনি বলেন, ‘মুশফিককে সরানোর পর সাকিব আসলো, তারপর সাকিব ছিল না তখন মুমিনুলকে করা হল। আমি জানি না মুমিনুলও তখন প্রস্তুত ছিল কি না। তারপর এত সমালোচনা এতকিছু। ওখান থেকে দলটাকে গুছিয়ে এনে ও এত বড় একটা জয় এনে দিয়েছে। পরে কি হবে এটা পরের ব্যাপার। কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হবে।’

‘এখন দলে যারা আছে, বাইরে থেকে আমরা দেখছি- সাকিব তামিম নেই মানে দলের অর্ধেক নেই। কিন্তু সে এই দলকেই বুস্ট আপ করেছে। এটা দারুণ ব্যাপার। পুরো কৃতিত্ব মুমিনুলকেই দেওয়া উচিৎ।’

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!