খুলনা, বাংলাদেশ | ১৯ আষাঢ়, ১৪৩১ | ৩ জুলাই, ২০২৪

Breaking News

  কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত
  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন যে রেকর্ড গড়লেন বুমরাহ

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর দ্বিতীয়ারের মতো শিরোপা জিতল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের ৯ আসরের ইতিহাসে প্রথমবার অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো ভারত। সবচেয়ে বেশি ৩৭ বছর ৬০ দিন বয়সে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা উপহার দেন অধিনায়ক রোহিত শর্মা।

এছাড়া এবারের বিশ্বকাপে বেশ কিছু ঘটনা ঘটে, যা আগে কখনও ঘটেনি। তার মধ্যে অন্যতম জসপ্রীত বুমরাহর বিরল নজির। বুমরাহ পাকিস্তান ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হয়েছিলেন। আর ব্যাট করতে হয়নি তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড।

তবে ওয়ানডে বিশ্বকাপে এমন নজির রয়েছে। ২০০৭ সালের বিশ্বকাপে গ্লেন ম্যাকগ্রা ১১টি ম্যাচে ব্যাট করতেই নামতে পারেননি। ২০১৫ সালে বিশ্বকাপের সেরা পেস বোলার মিচেল স্টার্ক ৩ ইনিংসে ৩ বল খেলেছিলেন। কোনও রান করার সুযোগ পাননি।

বিশ্বকাপের কোনও সংস্করণে অন্তত ১০০টি বল করেছেন, সেই নিরিখে বুমরাহর ইকোনমিই সেরা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর ইকোনমি ৪.১৭। ৮ ম্যাচের মধ্যে তিনি সর্বাধিক রান দিয়েছেন ২৯, অস্ট্রেলিয়া ম্যাচে।

বুমরাহ ২৯.৪ ওভার হাত ঘুরিয়ে ১৫ উইকেট নিয়েছেন। ইনিংসে তিন উইকেট ২ বার, ২টি করে উইকেট নিয়েছেন চারটি ম্যাচে। তার বলে মাত্র ১২টি চার ও ২টি ছয় মারতে পেরেছেন বিভিন্ন দলের ব্যাটসম্যানরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!