ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার অভিযোগে ভোমরা স্থল বন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজের গুদামে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৩টন রসুন জব্দ করা হয়েছে।
বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কর্ফোসের সদস্যরা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা থেকে সোয়া ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্তকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টার দিকে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানের গোডাউন হতে ৩ টন রসুন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ।
অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবি’র পক্ষে সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এক প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময়ে টাস্কফোর্স দল মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক শ্রী পংকজ দত্ত’কে রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করেন।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে বিজিবির এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
খুলনা গেজেট/ টিএ