খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

টাইগারদের জয়ের পরে বিশ্ব তারকারা যা বললেন

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক রোমাঞ্চকর জয়ে টাইগারদের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্ব তারকারা। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে নিউজিল্যান্ডে টাইগারদের জয়ের পর টুইটারে লেখেন, মাউন্ট মাঙ্গানুইতে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ।

ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ টুইট করে লেখেন, মাউন্ট মঙ্গানুইতে ইতিহাস তৈরি করার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে টেস্ট জয় একটা দুর্দান্ত অর্জন। আমি নিশ্চিত এই জয়ের অনেকদিন মনে থাকবে।

নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ও ধারাভাষ্যকার ড্যানি মরিসন বলেন, মনে রাখার মতো দিন। বাংলাদেশের ক্রিকেটের জন্য জাদুকরী মুহূর্ত। ইতিহাস তৈরি হয়েছে। দুর্দান্ত।

বাংলাদেশের জয়ের মুহূর্তের ভিডিও টুইটারে শেয়ার করে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার জেসন গিলেস্পি।

ক্যারিবীয় তারকা ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, দুর্দান্ত বাংলাদেশ, ২০২২ সাল একটি অর্জন দিয়ে শুরু হলো।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বাংলাদেশের জেতার আভাস পেয়ে চতুর্থ দিনেই লিখেছিলেন, অবিশ্বাস্য পারফর্ম করছে বাংলাদেশ।

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে লেখেন, বাংলাদেশ দলের জন্য দারুণ এক মুহূর্ত। তাদের টুপি খোলা অভিনন্দন।’

শ্রীলংকান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নেও বাংলাদেশের জয়কে দেখছেন ক্রিকেটীয় প্রেক্ষিতে বিশেষ কিছু হিসেবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!