চলমান বিপিএলে উড়ছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবগুলোতেই জয় পেয়েছে রংপুর। এবার নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামলো ২০১৭ এর চ্যাম্পিয়নরা। সিলেটে নিজেদের দ্বিতীয় ম্যাচেও টস জিতেছে রংপুর। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক নুরুল হাসান সোহান। ফলে আগে ব্যাটিং করবে ঢাকা ক্যাপিটালস।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজি টিভি ও টি-স্পোর্টসে। ঢাকা এবং রংপুরের মধ্যকার এটি দ্বিতীয় ম্যাচ চলমান মৌসুমে। আগের ম্যাচে ৪০ রানে জয় পেয়েছে রংপুর।
রংপুর চার ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, প্রথমবারের মতো বিপিএলে নাম লিখিয়ে শাকিব খান তার দলকে নিয়ে রয়েছেন বিপাকে। ৩ ম্যাচের সবগুলো হেরে অবস্থান করছে টেবিলের তলানীতে।
এই ম্যাচ দিয়ে নিশ্চিতভাবেই নিজেদের প্রথম জয় আদায় করে নিতে চাইবে দলটি।
খুলনা গেজেট/এনএম