খুলনা, বাংলাদেশ | ১২ বৈশাখ, ১৪৩১ | ২৫ এপ্রিল, ২০২৪

Breaking News

  নোয়াখালীর হাতিয়ায় ১২ নাবিকসহ কার্গো জাহাজ ডুবি
  অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চুয়েট; শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
  প্রতিবাদে বাসে আগুন ও প্রশাসনিক ভবনে তালা
  আগামী রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, ৪ মে শনিবারও শ্রেণী কার্যক্রম চালু থাকবে : শিক্ষা মন্ত্রণালয়
  সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

টর্নেডোয় লণ্ডভণ্ড সৌদির তায়েফ শহর

আন্তর্জাতিক ডেস্ক

টর্নেডোয় লণ্ডভণ্ড হয়ে গেছে সৌদি আরবের মক্কা প্রদেশের তায়েফ শহর। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই ধূলাবালির এমন ঘূর্ণি এর আগে কখনও দেখেননি।

খালিজ টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয়দের চোখের সামনেই টর্নেডোয় ওই এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। সোমবার (১৩ মার্চ) ওই টর্নেডো আঘাত হানে।

টর্নেডোর পর বেশ কয়েকটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কী পরিমাণ তাণ্ডব চালিয়েছে ওই টর্নেডো। টর্নেডোয় গাছ উপড়ে গেছে, আর চ্যাপ্টা গেছে গাড়ি।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) তায়েফ শহরে এই টর্নেডোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এটি সাময়িক ছিল বলেও জানিয়েছে তারা।

তারা জানিয়েছে, অল্প পরিসরে, স্বল্প সময়ের জন্য বজ্রপাতসহ এ ধরনের টর্নেডো হয়ে থাকে। এর আগেও এ ধরনের টর্নেডো হয়েছে বলেও জানিয়েছে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র।

এদিকে টর্নেডোয় বাসিন্দাদের খুব একটা ক্ষতি হয়নি বলে জানিয়েছে এনসিএম। তবে সতর্কতা হিসেবে এ ধরনের টর্নেডো এড়িয়ে চলতে মানুষজনদের পরামর্শ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!