টঙ্গী ইজতেমা থেকে নিখোঁজ হওয়ার ২৫ ঘন্টা পর সন্ধান মিলেছে খুলনার মুসল্লী গাজী নাসির উদ্দিন মাহমুদের। বৃহস্পতিবার (১৩ মার্চ) ইফতারের পর রাজধানী ঢাকার ডেমরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন আরএসএম শোরুমের সামনে থেকে ঘুমন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাজী নাসির উদ্দিন সুস্থ এবং সবল রয়েছেন। এবং তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা সব কিছুই অক্ষত রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজী নাসির উদ্দিন মাহমুদের বড় ছেলে গাজী আলী বাকের প্রিন্স। আরএসএম শোরুমের সামনে থেকে ঘুমন্ত অবস্থা তাকে উদ্ধার করে স্টাফ কোয়ার্টারের কর্মচারীরা।
উদ্ধার হওয়া গাজী নাসির উদ্দিন মাহমুদের বড় ছেলে গাজী আলী বাকের প্রিন্স খুলনা গেজেটকে বলেন, “আজ দুপুর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার সংলগ্ন আরএসএম শোরুমের সামনে আব্বুকে ঘুমিয়ে থাকতে দেখে ইফতারের পর স্টাফ কোয়ার্টারের কর্মচারীরা তাকে ডেকে তোলে। এ সময় তারা তার কাছে জিজ্ঞেস করে আপনি এখানে কিভাবে এলেন? জবাবে সে কিছুই বলতে পারেনা। এরপর তার কাছে থাকা চার্জ শেষ হয়ে যাওয়া মোবাইলে চার্জ দিয়ে তারা আমাকে ফোন দেয়। তাৎক্ষণিকভাবে আমি সেখানে উপস্থিত হয়ে আব্বুকে তাদের কাছ থেকে নিয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি”।
উদ্ধার হওয়া ৬৫ বছর বয়সী গাজী নাসির উদ্দিন মাহমুদের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামে। মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গী ইজতেমার মাঠ থেকে সেহেরি খাওয়ার পর সে নিখোঁজ হয়। এর আগে ৪২ দিন পূর্বে সে তাবলীগের এক চেল্লা (৪১ দিন) ‘র উদ্দেশ্যে এলাকার কয়েকজন মুসল্লির সাথে বাড়ি থেকে রওনা দেন। শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলের কয়েকটি মসজিদে তাবলীগের সাথীদের সাথে ৪১ দিনের চেল্লা শেষ করে মঙ্গলবার (১১ মার্চ) গাজীপুর জেলার টঙ্গী ইজতেমার মাঠে আসেন।
গাজী আলী বাকের প্রিন্স তার আব্বুর নিখোঁজের সংবাদ খুলনা গেজেটসহ কয়েকটি পত্রিকায় প্রচারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খুলনা গেজেট/এএজে