খুলনা, বাংলাদেশ | ৬ বৈশাখ, ১৪৩১ | ১৯ এপ্রিল, ২০২৪

Breaking News

  জাতীয় পতাকার নকশাকার, জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস মারা গেছেন
  বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক কোন মামলা নেই : প্রধানমন্ত্রী
  জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র

ঝিনাইদহে ঘর পাচ্ছেন ২৫৭ ভূমিহীন

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ জুলাই) সকাল ১০টার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপপরিচালক ইয়ারুল ইসলাম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীবুল ইসলাম খান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ জেলায় কর্মরত সাংবাদি বৃন্দ।

এ সময় বক্তারা জানান, জেলায় ৩য় পর্যায়ে ২য় ধাপে ২৫৭ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও ঘর দেওয়া হবে। এর মধ্যে সদর উপজেলায় ১০০টি, শৈলকুপা ৯টি, হরিণাকুণ্ডু ৩৪টি, কালীগঞ্জ ২৪টি, কোটচাঁদপুর ৭৪টি, এবং মহেশপুর উপজেলাতে ১৬ ঘর ও জমি দেওয়া হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!