যশোরের ঝিকরগাছা নুর টি-হাউজ দোকান থেকে বিভিন্ন সময়ে ৪লাখ টাকার চা-পাতি চুরির ঘটনা ঘটেছে।
ঝিকরগাছা হাজিরালি মোড়ে দোকানটির অবস্থান। প্রতিষ্ঠানটির মালিক উপজেলার বারবাকপুর গ্রামের মো. ইমদাদুল ইসলাম (৪৫)।
এই বিষয়ে ঝিকরগাছা থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগে মো. ইমদাদুল জানান, বিবাদী মো. সাজিবুল করিম ওরফে রায়হান ভূঁইয়া (৩১) উক্ত দোকান থেকে নগদ ও বাকিতে চা-পাতি ক্রয় করিয়া ব্যবসা করিত। সে ঝিকরগাছার পুরন্দরপুর গ্রামের মো. রানার বাড়ির ভাড়াাটিয়া। স্থায়ী নিবাস ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নাটিয়া গ্রামে। তার বাবার নাম মো. মাসুদ ভূঁইয়া।
ইমদাদুল জানান, গত ২২নভেম্বর সিসি ক্যামেরায় ভিডিও ও ছবি দেখে সন্দেহ হলে দুপুর অনুমান ৩ টায় সময় পুরন্দরপুর হঠাৎ তার ভাড়া বাসায় গিয়ে দোকানের ৪০ কেজি চা-পাতা সহ পলি ব্যাগ দেখতে পায়। আমি বিবাদীর নিকট হইতে আমার উক্ত খোয়া যাওয়া মালামাল উদ্ধার করিতে ব্যর্থ হইয়া থানায় অভিযোগ দায়ের করি।
লিখিত অভিযোগে উল্লেখ বিবাদী রায়হান ভুইঁয়া ২ মাস পূর্বে হইতে নুর টি-হাউজের গোডাউনের তালার ডুপ্লিকেট চাবি তৈরী করিয়া বিভিন্ন সময়ে অনুমান ৪লাখ টাকার চা-পাতা সহ পলি ব্যাগ চুরি করেন। যা উক্ত দোকানের গোডাউনের সিসি ক্যামেরায় বিবাদীর ছবি ও ভিডিও রক্ষিত আছে।
বিবাদীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক জাকির হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খুলনা গেজেট/এএজে