খুলনা, বাংলাদেশ | ৭ বৈশাখ, ১৪৩১ | ২০ এপ্রিল, ২০২৪

Breaking News

  যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি, খুলনায় ৪১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে
  চুয়াডাঙ্গা ও পাবনায় হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু
  দাবদহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৫ দিন, খুলবে ২৮ এপ্রিল

জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

জ্বালানী তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের ডাকে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সভাপতিত্ব করেন এডভোকেট শেখ শাহনেওয়াজ আলী ও পরিচালনা করেন সম্প্রীতি ফোরাম খুলনার সভাপতি সিলভী হারুন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও এই সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তি থাকা অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়ায় মানুষের জীবন যাত্রা অসহনীয় হয়ে উঠেছে। এই অবস্থার পরিবর্তনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নাগরিক নেতা এডভোকেট কুদরত-ই-খুদা, এস এম মাহাবুবুর রহমান, মিজানুর রহ্মান বাবু, মিনা আজিজুর রহমান, সুতপা বেদঞ্জ, ইসরাত আরা হীরা, খাদিজা কবীর তুলি, মুনির চৌধুরী সোহেল, আলমাস আরা, এস এ সবুর, নজরুল ইসলাম, সালমা জাহান মনি, সিরাজুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জাহানারা আক্তার, আফজাল হোসেন রাজু, রোজী রহমান, অরুনা চৌধুরী, মনিরুল ইসলাম, আসমা পারভীন, সবুজুল ইসলাম, জেরিন সুলতানা, রুকিয়া, কৃষ্না দাস, জুলি বাড়ৈ, মুনমুন, আকলিমা প্রমূখ। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!