গত বছরের ডিসেম্বরে রানতাড়ায় বিশ্বরেকর্ড গড়ে খবরের শিরোনাম হয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেটের দল হরিয়ানা। সেই বিশ্বরেকর্ডের অন্যতম ভাগীদার ছিলেন তনুশ্রী সরকার। সেঞ্চুরির পাশাপাশি তিনি নিয়েছিলেন ৩ উইকেট। এবার তিনি ব্যক্তিগত নৈপুণ্যে নারী ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে প্রথম নারী ব্যাটার হিসেবে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তনুশ্রী।
ভারতে লাল বলের ঘরোয়া প্রতিযোগিতা চ্যালেঞ্জার ট্রফিতে দুই ইনিংসেই অপরাজিত ছিলেন। যথাক্রমে করেছেন ১৫৩ ও ১০২ রান। যদিও এরপরই কয়েকদিনের এই টেস্ট ম্যাচ ড্র ঘোষণা করা হয়। সিনিয়র নারী দলের এই প্রতিযোগিতায় ‘সি’ দলের হয়ে খেলছেন তনুশ্রী, যেখানে সঙ্গী হিসেবে জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে পেয়েছেন। যদিও এখনও তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
ভারতের সিনিয়র নারী ক্রিকেটারদের নিয়ে চলছে প্রথম শ্রেণির এই প্রতিযোগিতা। যেখানে ‘এ’ দলের বিপক্ষে প্রথম ইনিংসে দেড়শো রানের ইনিংস খেলার পথে ভারত জাতীয় দলের দুই ক্রিকেটার শেফালি ভার্মা (৪০) ও জেমিমা রদ্রিগেজের (৭১) সঙ্গে জুটি বেধেছিলেন তনুশ্রী। তবে তিনি বাদে বাকিরা আউট হয়ে গেলে ৩১৩ রানেই থামে ‘সি’ দলের প্রথম ইনিংস। বিপরীতে প্রতিপক্ষ ‘এ’ দল ৩০৫ রানে অলআউট হয়ে যায়। ৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ‘সি’ দল ২ উইকেটে ২১১ রান করতেই ম্যাচটি ড্র হয়ে যায়।
তিন দিনের ম্যাচে প্রথম ইনিংসে তিনে নেমে তনুশ্রী ২৭৮ বলে অপরাজিত ১৫৩ রান করেন। দ্বিতীয় ইনিংসে ১৮৪ বলে অপরাজিত থাকেন ১০২ রানে। এখনও জাতীয় দলে খেলার সুযোগ না পাওয়া ২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৬ সালে অভিষেকের পর এখন পর্যন্ত সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
যদিও নারী ক্রিকেটে প্রথম শ্রেণির ঘরোয়া প্রতিযোগিতা খুব বেশি হয় না। শুধুমাত্র আনুষ্ঠানিক প্রথম শ্রেণির প্রতিযোগিতা আছে ভারত ও বাংলাদেশেই। এটি অবশ্য কিছুটা স্বাভাবিকও বটে। নারী ক্রিকেটের পরাশক্তি কয়েকটি দেশ বাদে বাকিদের টেস্ট ম্যাচও তেমন হয় না। এখন পর্যন্ত মেয়েদের টেস্ট হয়েছে কেবল ১৪৯টি।
খুলনা গেজেট/এনএম