খুলনা, বাংলাদেশ | ৯ আশ্বিন, ১৪৩১ | ২৪ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  গণঅভ্যুত্থানে নিহত ৭০৮ জনের তালিকা প্রকাশ করল সরকার
  বুধবার থেকে সব গার্মেন্টস খোলা, মেনে নেয়া হবে সব দাবি: শ্রম উপদেষ্টা

জামায়াতে সেক্রেটারিকে খুলনা জেলা আইনজীবী সমিতির ফুলেল শুভেচছা

গেজেট ডেস্ক 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনা জেলা আইনজীবী সমিতিতে আগমন করায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আইনজীবী পরিচালনা পরিষদের সদস্য সচিব এডভোকেট শেখ নুরুল হাসান রুবা ও সদস্য এডভোকেট আওছাফুর রহমান তাকে এ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় সিনিয়র আইনজীবী লস্কর শাহ আলম, এডভোকেট সরদার ফিরোজ কবির, এডভোকেট জাকিরুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, এডভোকেট আবু ইউসুফ মোল্লা, এডভোকেট লিয়াকত আলী সরদার, এডভোকেট এসকেন্দার আলী, এডভোকেট হুসাইন কবির, এডভোকেট মনিরুল ইসলাম পান্না, এডভোকেট খান লিয়াকত আলী, এডভোকেট সরদার আলী নুর হোসেন, এডভোকেট জামাল উদ্দিন, এডভোকেট মঈনুল ইসলাম জীবন প্রমূখ উপস্থিত ছিলেন।

ফুলেল শুভেচ্ছার জবাবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নবঘোষিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় আশা প্রকাশ করে বলেন, আইনজীবী নেতৃবৃন্দ দেশে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আদালত প্রাঙ্গণে বিচারের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

তিনি আরও বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসেন, আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবীদের রয়েছে, সেই দায়িত্ব পালনে সবাইকে মানবিক হতে হবে। আইনজীবী হিসেবে সাফল্য কেবল মামলার জয়-পরাজয়ের নিক্তিতে মাপলেই চলবে না, বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে কতটা মানবিকতা ও উদারতার পরিচয় দিচ্ছেন কিংবা মামলায় জয় লাভের তুলনায় ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্ব প্রদান করা হচ্ছে কি-না এই বিষয়গুলোই কিন্তু একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে।

তিনি বলেন, একজন আইনজীবীর অন্যতম প্রধান দায়িত্ব মক্কেলের গোপনীয়তা রক্ষা করা। উন্নত দেশ গুলোতে এই বিষয়টা যতটা গুরুত্বসহকারে দেখা হয়, আমরা ততটা গুরুত্ব প্রদান করি না। কিন্তু আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!