জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ২ উইকেটে সরকারি মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে।
বৃহস্পতিবার খুলনা জেলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে সরকারি মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ৪৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৫১ রান করে। দলের পক্ষে আলী আজম রিফাত সর্বোচ্চ ২০ রান করে।
সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ের মুহিত হাসান ২১ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নেন।
জবাবে ব্যাট করতে নেমে সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ৩৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান করে জয়ের লক্ষে পৌছে যায়। দলের পক্ষে কিষ্ণানু কবিরাজ সর্বোচ্চ ৬৫ রান করে।
সরকারি মডেল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মুনতাসির আহসান ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করে।
তারুন্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এই ক্রিকেট টূর্নামেন্ট আয়োজন করেছে খুলনা জেলা ক্রীড়া সংস্থা।
খুলনা গেজেট/এম মিলন