তারুন্যের উৎসব উদযাপনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের সরকাি সেনহাটী স্কুল ৮৫ রানের ব্যাবধানে লায়ন্স স্কুলকে পরাজিত করেছে।
শনিবার (৮ফেব্রুয়ারি) খেলায় টস জিতে ব্যাট করতে নেমে সেনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয় ৪১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৬৩ রান করে। দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ৪৩ রান করে। লায়ন্স স্কুল এন্ড কলেজের রাজ হাওলাদার ২৭ রানে ৪ এবং রাব্বি ৩ উইকেট লাভ করে।
জবাবে লায়ন্স স্কুল এন্ড কলেজ ১৯.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ৭৮ রান করে। দলের পক্ষে রাজ হাওলাদার সর্বোচ্চ ২১ রান করে। সনহাটী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের জান্নাত নুর ২৭ রানে ৫ উইকেট লাভ করে।
রবিবার ন্যাশনাল হাই স্কুল বনাম খুলনা কলেজিয়েট স্কুল এর খেলা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
খুলনা গেজেট/এএজে