খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস’ চলাচল শুরু

জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে : পরওয়ার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল সেই সকল রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। এই সকল দলের মধ্যে একটি নির্বাচনী সমঝোতার মাধ্যমে রাজনৈতিকভাবে ফ্যাসিবাদকে চিরতরে কবর রচিত করতে হবে। প্রায় দেড় যুগ পরে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য ( রুকন) সম্মেলনের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

শুক্রবার (১৫ নভেম্ভর) বাগেরহাট খানজাহান আলী আদর্শ আলিম মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে তিনি আরো বলেন,উপদেষ্টা পরিষদ কে বুঝতে হবে আপনারা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এসেছেন। নতুন উপদেষ্টা নিয়োগ, সচিব ও ডিসি পদায়ন সহ সকল পদক্ষেপে সতর্ক হতে হবে যেন তারা ফ্যাসিবাদের দোসর না হয়।

তিনি আরো বলেন,সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, জুডিশিয়াল,নির্বাচন কমিশন সহ কয়েকটি সংস্কার না করে নির্বাচন দিলে তা হবে ১৪, ১৮ ও ২৪ এর মত নির্বাচন।

প্রতিবেশী রাষ্ট্র ভারতের সমালোচনা করে বলেন, আমরা এমন একটি দেশ দ্বারা বেষ্টিত আছি যারা আমাদের শান্তি ও মঙ্গল কামনা করে না।

বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সদস্য সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাও. আবুল কালাম আজাদ,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাষ্টার শফিকুল আলম,খুলনা অঞ্চলের সহকারী অধ্যক্ষ সাওলানা মশিউর রহমান,জেলা জামাতের সেক্রেটারি শেখ মোঃ ইউনুস, জেলা জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ,অধ্যাপক ইকবাল হোসাইন, অধ্যক্ষ আব্দুল আলিম,শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান সহ আরও অনেকে।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য নির্বাবাচিত গেরহাট জেলা আমিরের শপথ পাঠ করান প্রধান অতিথি।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!