অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাভোসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২২ জানুয়ারি) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মলেনের (ডব্লিউইএফ) ফাঁকে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।
বুধবারের বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
এদিন ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ মহাসচিব ছাড়াও সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির সঙ্গে বৈঠক করেন।
আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে দুবাই কালচার অ্যান্ড আর্টস অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৫’- এ অংশ নেওয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টাকে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, দিনব্যাপী প্রায় ১৫-১৬টি বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোর বেশিরভাগই অনুষ্ঠিত হবে বিখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে।
উল্লেখ্য, ডব্লিউইএফ’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত সোমবার রাত ১টায় সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
খুলনা গেজেট/ টিএ