আগের ম্যাচে যেখানে থেমেছিলেন জাকির হাসান, আজ যেন সেখান থেকেই শুরু করলেন। ছন্দটাকে টেনে আনলেন খুলনা টাইগার্সের বিপক্ষেও। সাথে পেলেন রনি তালুকদারকে। তাতে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে তাদের দল সিলেট স্ট্রাইকার্স। রবিবার ( ১২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে ঘরের মাঠে সিলেট মুখোমুখি হয় খুলনা টাইগার্সের। যেখানে টসে হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮২ রান তুলেছে সিলেট। ৩ চার ৫ ছক্কায় ৪৬ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন জাকির হাসান। শুরুটা ভালো ছিল না সিলেটের। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তুলে মাত্র ২১ রান। রাহকিম কর্নওয়াল এইদিনও ব্যর্থ ছিলেন (৪), ২ রান করে ফেরেন জর্জে মানসে। তবে সেখান থেকে ৬২ বলে ১০৬ রানের জুটি গড়েন রনি ও জাকির। রনি তালুকদার দেখেশুনে খেললেও জাকির শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ৪৪ বলে ৫৬ রান করা রনিকে ফেরান আবু হায়দার রনি। এরপর অ্যারন জোন্স ৬ বলে ২০ করে রানের গতি বাড়ান। জাকির আলি গোল্ডেন ডাক মেরে ফিরেন। শেষদিকে আরিফুল হকের সাথে মিলে ২২ বলে ৩২ রান যোগ করেন। আরিফুল ১৩ বলে করেন ২১ রান। জোড়া উইকেট করে নেন জিয়াউর ও আবু হায়দার। খুলনা গেজেট/এএজে