খুলনা, বাংলাদেশ | ২৯ কার্তিক, ১৪৩১ | ১৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  রোববার থেকে আমন সংগ্রহ শুরু : খাদ্য উপদেষ্টা
  আইন করে কুইক রেন্টালে দায়মুক্তি দেয়া অবৈধ ছিল : হাইকোর্টের রায়

জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে নগরীর আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী

তথ্য বিবরণী

খুলনা শহরের জলাবদ্ধতার বাস্তবতা নিয়ে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ (বুধবার) বিকালে নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সকলের সহযোগিতায় একটি জলাবদ্ধমুক্ত নগরী গড়া সম্ভব। আমাদের এই শহরটাকে পরিচ্ছন্ন করতে নিজেদের দায়িত্বের প্রতি সচেতন থাকতে হবে। প্রাকৃতিক জলাধারগুলো যেন ভরাট না হয় সেদিকে নজর দিতে হবে। বাড়ির কোন ময়লা যেন রাস্তা বা ড্রেনে না ফেলা হয় সেদিকে নজর দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদের সাথে সংযুক্ত খালগুলো খনন করা প্রয়োজন। এতে করে খুলনার জলাবদ্ধতা অনেকাংশে সমাধান হবে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান ও এশিয়া রেজিলেন্ট সিটির প্রকল্প প্রধান ফারহানা আফরোজ। অনুষ্ঠানে ৩১ নম্বর ওয়ার্ডের আয়শা আক্তার ও তসলিম আহসান জিসান বক্তৃতা করেন। তিন দিনব্যাপী প্রদর্শনীর সমাপনীতে সুপারিশমালা উপস্থাপন করেন মোঃ জিয়াউর রহমান।

ইউএসএআইডির অর্থায়নে, জেএসআই, রিচার্জ এন্ড টেনিং ইনস্টিটিউট, ব্র্যাক বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা গেজেটচ/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!