খুলনা, বাংলাদেশ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ছেলের মোবাইল কেড়ে নেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা
সাতক্ষীরায় পানি দিবসের আলোচনা সভায় বক্তারা

‘জলবায়ু পরিবর্তনসহ নদীর দখল দুষণে প্রবাহ নষ্ঠ হওয়ায় ভূস্তরে পানির সংকট দেখা দিয়েছে’

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

‘হিমবাহ গলছে, বিপদ বাড়ছে. পানি সবার অধিকার-রক্ষা করবো বারবার’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবং ‘পানি পণ্য নয় অধিকার, হাই কের্টের রায় বাস্তবায়ন করুন’ এই আহবানে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা শনিবার (২২ মার্চ) সাতক্ষীরা জেলা পাবলিক লাইব্রেরী সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী অফিসার শোয়াইব আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক প্রফেসর ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, সিডো পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জেলা ভূমিহীন কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী খাল পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক আবুল হোসেন, ভূমিহীন নেতা কওছার আলী প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে পৃথিবীর পানিচক্রে যে প্রভাব পড়ছে সেখানে বাংলাদেও ক্ষতিগ্রস্ত। দেশের নদ-নদী শুকিয়ে যাওয়া এবং আবহওযার পরিবর্তন হওয়ায়, বৃষ্টিপাত কমে যাওয়ায় আমাদের ভুস্তরের পানির স্তর নিচে চলে আসছে এবং উপরিভাগের মাটির পানি শুকিয়ে যাচ্ছে। ফলে আমাদের পরিবেশ-প্রতিবেশ, গাছপালা, প্রাণবৈচিত্রের উপর বিরুপ প্রভাব পড়ছে। হারিয়ে যেতে বসেছে বিভিন্ন প্রজাতির কৃষি, মাছ সহ অনজীব যা প্রকৃতিকে বাঁচিয়ে রাখে। আমাদের সকলে পানির ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে এবং পানির অপচয় রোধ করতে হবে।

সভায় অন্য বক্তারা বলেন, পানি শুধু জীবন নয়, পানি আমাদের প্রান ও প্রকৃতিকে রক্ষা করে। সভ্যতার নিয়ামক পানি। জলবায়ু পরিবর্তনসহ নদীর স্বাভাবিক অবস্থার পরিবর্তন এবং কৃত্রিম সংকট সৃষ্টি সহ দখল দুষনে এর প্রবাহ নষ্ঠ হওয়ায় ভুস্তরে পানির সংকট দেখা দিয়েছে এবং লবনাক্ততা বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের জীবন চক্রের উপর বিরুপ প্রভাব সৃষ্টি হচ্ছে। আমাদের পরিবেশ ও প্রতিবেশকে আমাদেরকেই সুরক্ষা দিতে হবে।

অধিকারভিত্তিক সংগঠন এএলআরডি’র সহায়তায় স্থানীয় সংগঠন স্বদেশ, সিডো, ক্রিসেন্ট, হেড, সৃজনী, সুন্দরবন ফাউন্ডেশন, মেীমাছি, সামস্, অর্জন ফাউন্ডেশন, উদ্দীপ্ত, বারসিক, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি যৌথভাবে এই সভার আয়োজন করে। পানিসম্পদ রক্ষায় আলোচনা সভা থেকে সুনির্দ্দিষ্ট পাঁচটি সুপারিশ পেশ করা হয়।

এদিকে বিশ্ব পানি দিবস সাতক্ষীরায় জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার বেলা ১১ টায় কালেক্টরেট চত্বর হতে শহরে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিষ্ণুপদ পাল। সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন, পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

এসময় উপস্থি ছিলেন, পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর)মোঃ ইমরান সরদার, উপ-বিভাগীয় প্রকৌশলী(কালিগঞ্জ) শুভেন্দু বিশ্বাস প্রমুখ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!