খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে ৬২
পাইকগাছায় মানবসম্পদ উন্নয়নে মতবিনিময়

‘জনশ‌ক্তি রপ্তা‌নি‌তে খুলনা জেলা পি‌ছি‌য়ে’

নিজস্ব প্রতিবেদক

খুলনার পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সুধী ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডি‌সেম্বর) সকাল সাড়ে ১০ টায় পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জনশক্তি কর্মসংস্থান, প্রশিক্ষণ ব্যুরো, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি হি‌সে‌বে বক্তৃতা ক‌রেন কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মো. আশরাফ হোসেন। তি‌নি ব‌লেন, জনশ‌ক্তি রপ্তা‌নি‌তে খুলনা জেলা পি‌ছি‌য়ে র‌য়ে‌ছে। বিগত পাঁচ বছ‌রে সারা‌দেশ থে‌কে ৪০ লাখ ৪৪ হাজার ১১৪ জন মানুষ কর্মসংস্থা‌নের জন্য বি‌দে‌শে গমন ক‌রে‌ছেন। এরম‌ধ্যে খুলনা থে‌কে মাত্র ২৪ হাজার ৬২৩ জন বৈ‌দে‌শিক কর্মসংস্থান পে‌য়ে‌ছেন। খুলনায় চার‌টি কা‌রিগ‌রি প্রশিক্ষণ কেন্দ্র র‌য়ে‌ছে। এসব প্রতিষ্ঠান থে‌কে প্রশিক্ষণ নি‌য়ে নি‌জে‌দের‌ দক্ষতা বৃ‌দ্ধির মাধ্যমে বৈ‌দে‌শিক শ্রমবাজা‌রে যাওয়ার আহবান জানান তি‌নি।

তি‌নি আরও ব‌লেন, বি‌দে‌শে যাওয়ার আগে নিবন্ধন কর‌তে হয়। এই নিবন্ধ‌নের জন্য ৭০ কি‌লো‌মিটার দূরবর্তী খুলনায় যে‌তে হয়। আপনা‌দের সু‌বিধা‌র্থে এখন থে‌কে পাইকগাছায় নিবন্ধনের।‌ ব্যবস্থা করা হ‌বে ইনশাআল্লাহ। খুলনা টি‌টি‌সির ন্যায় পাইকগাছা টি‌টি‌সি‌তেও সমান সু‌যোগ সু‌বিধার ব্যবস্থা করার আশ্বাস দেন তি‌নি।

পাইকগাছা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. সোলাইমান হোসেন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা ক‌রেন খুলনা টিটিসি’র অধ্যক্ষ মো. জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সরদার বদিউজ্জামান, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি এসএম আমিনুল ইসলাম, সম্পাদক বাহারুল আলম, অধ্যক্ষ মো. আজহার আলী। পলাশ শেখ এর পরিচালনায় অন্যান্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন অবঃ জেলা শিক্ষা কর্মকর্তা অজিত কুমার মন্ডল, সাবেক অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক আমান উল্লাহ, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মুফতি আশরাফুল হোসেন, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, আতিয়ার রহমান, সরদার আঃ মজিদ, মতিয়ার রহমান, দিপক চন্দ্র সরকার, সঞ্জয় কুমার মন্ডল, মো. শামছুর রহমান, মো. খাইরুল ইসলাম, মো. হাফিজুর রহমান, আঃ হামিদ, জিয়াদ আলী, শফিকুল ইসলাম, আঃ গণি সরদার, আবু সাদেক, আজিজুর রহমান, জিএম আল মামুন, সুলতান আহমেদ, রুহুল কুদ্দুস, গ্রাফিক্স শিক্ষক মো. রুবেল মল্লিক, মো. বিজয় হোসেন, কম্পিউটার অপারেটর শিক্ষক স্বর্ণা খানম, অনির্বাণ সরকার, মো. আমিনুল ইসলাম, মো. আল আমিন, মো. সোহাগ সরদার , অগ্রগতি সংস্থার রিয়াজ আহমেদ, ব্যাংক প্রতিনিধি রিন্টু রাণী মন্ডল প্রমুখ।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!