খুলনা, বাংলাদেশ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে’র বক্তব্যে প্রধান উপদেষ্টা
  বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে হবে: বকুল

গেজেট ডেস্ক

বিএনপি জাতীয নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, ছাত্র-জনতার অভ্যূত্থানের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করবো না।

বুধবার (২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বকুল আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আমরা ১৭ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। বিএনপির ঐক্যবিনষ্ট করার জন্য একটি গোষ্ঠি ষড়যন্ত্র করছে। সকলকে ওই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে অবশ্যই তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সবার আগে বাংলাদেশ এর খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন করীব, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পি, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুলসহ বিভিন্ন ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ কনসার্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সভা চলছিলো।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল গত তিনদিন ব্যস্ত সময় পার করেছেন। স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদেও খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও নগদ টাকা বিতরণ করেছেন। এসময় মহানগর বিএনপি, খালিশপুর দৌলতপুর খানজাহান আলী থানার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে এড. শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে খুলনা সার্কিচ হাউস ময়দানের ঈদগাহে। পরে তিনি উপস্থিত নেতাকর্মী, সুশীল সমাজের সাথে ঈদেও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন দুপুরে তাদেরনিজ নিজ বাসভনে দলীয় নেতাকর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

-খবর বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!