যশোরে পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ছেলে তুহিন ও পুত্রবধূ ইয়াসমিনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত হতভাগ্য মা শেফালী বেগমকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তিনি সদর উপজেলার কচুয়া ইউনিয়নের আবাদ কচুয়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এ ঘটনায় ছেলে তুহিন ও তার স্ত্রী ইয়াসমিনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
গুরুতর আহত শেফালী বেগম জানান, তুচ্ছ ঘটনায় প্রায় তার বড় ছেলে তুহিন ও পুত্রবধূ ইয়াসমিন মারধর করে। এদিনও তুচ্ছ ঘটনায় ঝগড়া শুরু হলে ঘরের ঢাসা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ছেলে তুহিন ও বৌমা ইয়াসমিন। ছেলে এসময় বৃদ্ধ মায়ের হাত মুচড়ে ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে।
তিনি আরো অভিযোগ করেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারনে আসামিরা গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, পারিবারিক কলহের জেরে মাকে পিটিয়ে আহতের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
খুলনা গেজেট/ টিএ