খুলনা, বাংলাদেশ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  প‌বিত্র ঈদুল ফিতর আজ। আমা‌দের অগ‌ণিত পাঠক, দর্শক, লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীকে খুলনা গে‌জেট প‌রিবা‌রের পক্ষ থে‌কে শুভেচ্ছা। ঈদ মোবারক

ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট মাহির

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ‘ভালোবাসার রং’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন তিনি।

তার জীবনের নানা মুহূর্তও তুলে ধরেন ভক্তদের মাঝে। কোথাও ঘুরতে যাওয়া হোক বা আচার-অনুষ্ঠান। নিজের ব্যক্তিগত জীবনে নানা মুহূর্তও উঠে আসে অভিনেত্রীর টাইমলাইনে।

এবার ছেলের জন্মদিনে এক আবেগঘন পোস্ট দিয়েছেন মাহিয়া মাহি। পোস্ট দিয়ে মাহি লিখেছেন, ‘আব্বা আমার কলিজার টুকরা, আমার জান তুমি পৃথিবীর সমস্ত সুখ আল্লাহ তোমাকে দিক দেখেছ ?’

তার কথায়, ‘কি রহমতের দিনে তোমার জন্মদিন পড়লো। আলহামদুলিল্লাহ শুভ জন্মদিন আমার চাঁন।’ পোস্ট শেয়ার করে সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘অনেক অনেক দোয়া তোমার জন্য অনেক বড় হও, ভালো মনের মানুষ হও শুভ জন্মদিন বাবা।’আরেকজনের কথায়, ‘শুভ জন্মদিন ফারিশ। অনেক দোয়া রইলো তোমার জন্য।’

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!